গরম বাড়লেও ‘স্বস্তিদায়ক’ থাকবে লোডশেডিং

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০৮:৪৭

এবার গ্রীষ্মে দেশে বিদ্যুতের মোট চাহিদা ধরা হয়েছে ১৮ হাজার মেগাওয়াট। বর্তমানে সর্বোচ্চ উৎপাদন ১৬ হাজার মেগাওয়াট। এর বেশি উৎপাদন চাইলে তিনগুণ খরচের তেলভিত্তিক উৎপাদন কেন্দ্র চালু করতে হবে। বিদ্যুতে ভর্তুকির বিষয়ে আইএমএফের শর্তেও নজর রাখতে হচ্ছে সরকারকে।


বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বরাবরই বলে আসছেন লোডশেডিং থাকবে। গরম বাড়লে লোডশেডিং বাড়বে। তবে তিনি এ-ও বলছেন, প্রয়োজন হলে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে যাবেন। লোডশেডিং থাকলেও সেটা স্বস্তিদায়ক পর্যায়ে থাকবে।


চলতি বছর এখন পর্যন্ত লোডশেডিং গত বছরের মতো পর্যায়ে যায়নি। এর অন্তরালে বড় ভূমিকা আছে প্রকৃতিরও। গত বছরের এপ্রিল ছিল ৭৬ বছরের মধ্যে উষ্ণতম। তাপমাত্রা ছাড়িয়েছিল ৪৩ ডিগ্রি।


আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৪ সালের এপ্রিল মাসে বৃষ্টিপাত হয়েছিল মাত্র ১২৭৮ মিলিমিটার। মাসের ৮ দিনই তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। চলতি বছর এপ্রিলে সারাদেশে প্রায় পাঁচ হাজার মিলিমিটার বৃষ্টি হয়েছে। মাসটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত ২৩ এপ্রিল যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে তীব্র কিংবা অতি তীব্র তাপপ্রবাহ ছিল না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও