
ব্যাংক খাতে ব্যাপক সংস্কার প্রয়োজন
প্রথম আলো
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ২০:০৬
ব্যাংক খাতে ব্যাপক সংস্কারের প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদ, ব্যাংকার, বাণিজ্যসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা। তাঁরা বলেন, বিশ্বব্যাপী আর্থিক প্রবণতার পরিবর্তন, যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ চাপ এবং বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখিত বাস্তবতাগুলো বাংলাদেশের ব্যাংক খাতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।
সম্প্রতি ঢাকায় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ‘গ্লোবাল ফাইন্যান্সিয়াল ট্রেন্ডস অ্যান্ড রিফর্মস: ইমপ্লিকেশনস ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা হয়। সেখানে বক্তারা এসব কথা বলেন।