
মোবাইল ব্যালেন্স দিয়েই সাইবার সুরক্ষা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ২০:০২
ডিজিটাল ব্যবস্থার দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ম্যালওয়্যার, ফিশিং, র্যানসমওয়্যারসহ নানা ধরনের সাইবার হুমকি বাড়ছে। এ প্রেক্ষাপটে নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করতে সুরক্ষামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে সেই সেবা এনেছে ক্যাসপারস্কি প্রিমিয়াম। বিশ্বমানের সেই সাইবার সুরক্ষা উপভোগ করা যাবে মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করেই।
গত ২৯ এপ্রিল বাংলাদেশের সাইবার নিরাপত্তা খাতে নতুন এ মাইলফলক রচিত হলো। রবি আজিয়াটা পিএলসি, ক্যাসপারস্কি ও আইসিটি ডিস্ট্রিবিউশনের যৌথ সহযোগিতায় দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ক্যাসপারস্কি প্রিমিয়াম সেবা। এই উদ্যোগের মাধ্যমে আপাতত রবি ও এয়ারটেল গ্রাহকরা মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে সুবিধাটি পাবেন।