
এবার কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির
যুগান্তর
প্রকাশিত: ০৩ মে ২০২৫, ১৯:৪৪
ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার আঁচ সবচেয়ে আগে গিয়ে পড়ে সংস্কৃতি অঙ্গনে। কাশ্মীরের উরিতে ২০১৬ সালের হামলার পর থেকেই বলিউডে নিষিদ্ধ হন পাকিস্তানি শিল্পীরা, যা বহাল ছিল দীর্ঘদিন। এবারও সেই পুরনো দৃশ্যই যেন ফিরে আসছে।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ফের দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। এর জেরে ফের টার্গেটে পড়েছেন পাকিস্তানি তারকারা।
এ ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন অভিনেতা ফাওয়াদ খান ও অভিনেত্রী হানিয়া আমির। ফাওয়াদ খান অভিনীত বলিউড সিনেমা ‘আবির গুলাল’-এর মুক্তি স্থগিত করা হয়েছে। অন্যদিকে হানিয়া আমিরের ‘সর্দারজি থ্রি’-তে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তার কাজ অনিশ্চিত হয়ে পড়েছে।