
ডিসেম্বরের পাল্লা ভারী করার মিশনে বিএনপি
আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হওয়ায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ তাদের মিত্র দলগুলোর মধ্যে অস্থিরতা ও অস্বস্তি বিরাজ করছে। এই অবস্থায় নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে এবং আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিকে সামনে রেখে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় ৫০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে দলটি। নিজেদের দাবির পক্ষে অবস্থান আরও জোরালো করতে আগামী কয়েকদিনের মধ্যে ধর্মভিত্তিক কয়েকটি দলের সঙ্গেও বৈঠক করবে বিএনপি।
বিএনপি ও তাদের মিত্র দলগুলো বলছে, এসব বৈঠকের মূল এজেন্ডা ছিল নিজেদের মধ্যকার ঐকমত্য ধরে রেখে একই ধরনের রাজনৈতিক অবস্থান বজায় রাখা। অর্থাৎ সরকার যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন ও সংস্কারের প্রশ্নে বিভক্তি-বিভাজন তৈরি করতে না পারে- সেটাই লক্ষ্য ছিল। একইসঙ্গে সরকারকে চাপে রাখা। যাতে সরকার ৪০-৫০ যে কয়টি রাজনৈতিক দলের কথা বলে, সবাই যেন বলে ডিসেম্বর মধ্যে নির্বাচন চাই।