You have reached your daily news limit

Please log in to continue


এক কড়াইয়ে রুটি-তরকারি রান্নার সেই ভিডিওর ভিউ ১২২ মিলিয়ন

ভিডিওটি হয়ত আপনিও দেখে ফেলেছেন। এক লোক কড়াইয়ের মাঝখানে আটার প্রলেপ দিয়ে একপাশে রুটি, অন্যপাশে সবজি রান্না করছেন। মজার সেই উদ্ধাবনী আইডিয়ার ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওর ভিউ সংখ্যা ৫ দিনেই ছাড়িয়েছে ১২২ মিলিয়ন!

মি. উমেশ নামের একজন ইউজার ভিডিওটি পোস্ট করেছেন। উমেশ ভারতের নাগরিক। ফলোয়াড়দের জন্য ফানি ভিডিও বানান। তার ইন্সটায় ৫৭ হাজারের মতো ফলোয়ার আছে। যার অনেক অংশ যুক্ত হয়েছে রান্নার ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর।

ভিডিওটির ক্যাপশনে উমেশ লিখেছেন, ‘তাওয়া (কড়াই) নেই তো তাই।’ ১৫ সেকেন্ডের ভিডিওটিতে লাইক পড়েছে ২ মিলিয়নের বেশি। কমেন্টও প্রায় ১৩ হাজার। ইন্সটার মতো ফেসবুক ও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিওটি হাসির খোরাক জমিয়েছে।

কমেন্ট বক্সেও তেমন মুন্সিয়ানা দেখিয়েছে দর্শকরা। পাঞ্জাবি অভিনেত্রী পারুল গুলাটি ভিডিওটিতে লিখেছেন, ‘আমার ইন্সটা ফিড আমাকে কখনও সারপ্রাইজড হতে দেয় না। ইস্ট অর ওয়েস্ট, ইন্ডিয়া ইজ বেস্ট।’ আরেকজন লিখেছেন, ‘আমি কতটা মাল্টিটাস্ক দেখুন।’ অন্যএকজন বলেছেন, ‘এই টেকনলজি ভারতের বাইরে যেতে দেওয়া উচিত নয়।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন