
দিনে বন্ধ, রাতের আঁধারে চলে সিলগালা কারখানা
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের জোত কনেজপুর গ্রামে স্থাপিত এএসআই রিনিউএ্যাবল এনার্জি ইন্ডাস্ট্রি। এলাকাবাসী জানে না এই ফ্যাক্টরিতে কী তৈরি হয়। তবে এটা জানে, এই কারখানার ধোঁয়া ও দুর্গন্ধে প্রাণ বাঁচানো দায়। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু আবারো রাতের বেলায় কারখানাটি চলছে বলে স্থানীয়দের অভিযোগ। কারখানার ধোঁয়া ও দুর্গন্ধে স্বাস্থ্যের ক্ষতি যেমন হচ্ছে, তেমনি ক্ষতি হচ্ছে ফসলেরও।
স্থানীয় সূত্র জানায়, যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের জোত কনেজপুর গ্রামে আবাদি জমির মাঝখানে এএসআই রিনিউএ্যাবল এনার্জি ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়েছে। এই কারখানায় টায়ার পুড়িয়ে জ্বালানি তেল তৈরি করা হয়। সড়কের পিচ পোড়ানোর জন্য এই তেল ব্যবহার করা হয়। কারখানা যখন চলে তখন প্রচুর বিষাক্ত ধোঁয়া নির্গত হয় ও দুর্গন্ধ ছড়ায়। ধোঁয়া ও দুর্গন্ধে এলাকায় বসবাস করাই দায় হয়ে পড়েছে।
এলাকাবাসী অভিযোগ দিলে গত ১৬ মার্চ পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দেয়। পরিবেশ অধিদপ্তর বন্ধ ঘোষণার একটি লাল সাইনবোর্ডও কারখানার গেটে লাগিয়ে দেয়।
স্থানীয়দের অভিযোগ, কিছুদিন কারখানাটি বন্ধ থাকলেও পরে পরিবেশ অধিদপ্তরের ঘোষণার সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়। এরপর রাতের বেলায় অল্প অল্প করে কারখানাটি চালু করা হয়। অন্য এলাকা থেকে শ্রমিক নিয়ে এসে রাতের বেলায় এই কাজ চালানো হচ্ছে। ফজরের ওয়াক্তে কাজ বন্ধ করে শ্রমিকদের নিয়ে চলে যাচ্ছেন কারখানার লোকজন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- উৎপাদন
- ধোঁয়া
- দুর্গন্ধ
- কারখানা সিলগালা