
আসছে নির্বাচন, নতুন দল গঠনের হিড়িক
জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনীতির মাঠে নতুন দল গঠনের হিড়িক পড়েছে। এরই মধ্যে অন্তত ২৪টি নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন যে দলগুলো হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো আরও হবে তাদের আদর্শিক ভিত্তি, সমর্থন এবং টিকে থাকার ক্ষমতা অধিকাংশের আছে বলে মনে হয় না। তবে এসব দল মানুষের ভাবনার জগতে কতটা আবেদন সৃষ্টি করছে বা মানুষের মতামতকে প্রভাবিত করতে পারছে সেটাই মুখ্য বিষয়।
নির্বাচন এলেই নতুন রাজনৈতিক দল গঠন, দল বদল বা জোট গঠনের ইতিহাস বেশ পুরোনো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে।
সেই নির্বাচনকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত রাজনীতিতে সক্রিয়রা। নতুন রাজনৈতিক দল গঠনকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও তারা মনে করছেন, এ ধরনের দল মানুষের কতটা কাছে যেতে পারে সেটি নিয়ে তো শঙ্কা আছেই তার সঙ্গে এসব দলের অধিকাংশই নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাবে কি না সেটি নিয়েও সংশয় আছে।