You have reached your daily news limit

Please log in to continue


অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় ঝুঁকছেন যেসব তারকা

অভিনয়শিল্পীরা সর্বগুণে গুণান্বিত। একজন প্রকৃত অভিনয়শিল্পীর বিনোদনের সব অঙ্গন সম্পর্কেই সম্যক ধারণা রাখতে হয়। অভিনয়ের পাশাপাশি নাচ, গান, উপস্থাপনার বিষয়েও জ্ঞান রাখাটা বাঞ্ছনীয়। খুব বেশি পারদর্শী হতেই হবে, এমন না হলেও, বিষয়গুলোর ওপর ধারণা থাকলে সেটি অভিনয়ে সহযোগিতা করে- এমনটাই বলছেন অভিনয় বোদ্ধারা।

সেজন্যই যুগে যুগে তারকা শিল্পীদের দেখা গেছে বিনোদনের সব শাখায় বিচরণ। যা আজও বিদ্যমান। এমনিতে উপস্থাপনায় অভিনয়শিল্পীদের পদচারণা নতুন নয়। অনেক আগে থেকেই বিভিন্ন লাইভ অনুষ্ঠানে তারকাদের হাতে ধরিয়ে দেওয়া হতো মাইক্রোফোন। টিভি আয়োজনেও উপস্থাপনায় থাকতেন সেসব শিল্পী। কারণ, উপস্থাপনা একটি শিল্প। এটা যে কাউকে বসিয়ে দিলে কিন্তু বুঝতে বা করতে পারবে না।

এখানে বাচনভঙ্গি, উচ্চারণ, নির্ধারিত বিষয়টি সম্পর্কে জ্ঞান, বাহ্যিক সৌন্দর্যসহ বেশকিছু বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। সে বিবেচনায় অভিনয়শিল্পীরা অনেকটা এগিয়ে। তাই চিত্রনায়িকা পূর্ণিমা, মোশাররফ করিম, জাহিদ হাসান থেকে শুরু করে নাটক সিনেমার অনেক তারকাকেই উপস্থাপনায় দেখা গেছে বিভিন্ন সময়, বিভিন্ন অনুষ্ঠানে। নিয়মিত না হলেও, প্রয়োজনে মাইক্রোফোন হাতে কথা বলেছেন তারা।

তবে বর্তমান সময়ে অভিনয়শিল্পীদের অনেকেই অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাকেও পেশা হিসাবেই নিয়েছেন। নিয়মিতই তাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে। এ তালিকায় পুরোনোদের সঙ্গে নতুন করেও নাম লেখাচ্ছেন অনেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন