ইয়েলোস্টোন পার্কের কাছে ট্যুর বাস দুর্ঘটনায় নিহত ৭

বিডি নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৩ মে ২০২৫, ১১:০৯

যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কাছে ট্রাকের সঙ্গে একটি পর্যটকবাহী বাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।


বৃহস্পতিবার পূর্ব আইডাহোরের একটি মহাসড়কে ১৪ পর্যটক বহনকারী একটি বাস ও একটি চেভি পিকআপ ট্রাকের এ দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন।


পুলিশ বলছে, ‘আঘাতের তীব্রতার কারণে’ কয়েকজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।


বিবিসি লিখেছে, সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়।


আইডাহো রাজ্য পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বাসে থাকা ছয়জন এবং ট্রাক চালক নিহত হয়েছেন। নিহতদের পরিচয় বা জাতীয়তা প্রকাশ করা হয়নি।


ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। যে পথে দুর্ঘটনা ঘটেছে, সেদিক দিয়ে পার্কে যাওয়া যায়। ওই পার্কে এখন পর্যটন মৌসুম চলছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও