ভারতে ধর্মোৎসবে পদদলিত হয়ে নিহত ৬, আহত ৬০

বিডি নিউজ ২৪ গোয়া প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০৯:৩৯

ভারতের গোয়া রাজ্যের লাইরাই দেবী মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৬ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন।


উত্তর গোয়ার পুলিশ সুপার অক্ষত কৌশলের বরাতে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।


ভারতীয় সংবাদমাধ্যমটি লিখেছে, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত পরিস্থিতি খতিয়ে দেখছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে বলেছেন, দুই পুরুষ ও দুই নারীসহ নিহতদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।


ঘটনার পর জরুরি তৎপরতা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা জরুরি সেবা ১০৮ এর মাধ্যমে পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠিয়েছি। তিনটিকে আসিলোতে রাখা হয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আরও তিনটিকে প্রস্তুত রাখা হয়েছে।”


স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ বলেন, প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও