
তেলে নয়, সুদে পোয়াবারো পদ্মা, মেঘনা, যমুনার
ব্যাংক আমানতের সুদ বৃদ্ধিতে পোয়াবারো অবস্থা জ্বালানি খাতের সরকারি তিন কোম্পানির। কোম্পানি তিনটির সুদ আয় বেড়ে যাওয়ায় মুনাফায়ও বড় উল্লম্ফন হয়েছে। শুধু তা-ই নয়, কোম্পানি তিনটির মূল ব্যবসার চেয়ে এখন আমানতের সুদ আয় কয়েক গুণ বেশি। কোম্পানি তিনটি হলো পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল।
গ্রাহক পর্যায়ে জ্বালানি তেল বিক্রেতা এই তিন সরকারি কোম্পানিই শেয়ারবাজারে তালিকাভুক্ত। সম্প্রতি কোম্পানিগুলো তাদের তৃতীয় ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসের (জুলাই-মে) আয়-ব্যয়ের তথ্য তুলে ধরা হয়। কোম্পানি তিনটির আর্থিক প্রতিবেদনগুলো আলাদাভাবে পর্যালোচনা করে তাদের মূল ব্যবসার তুলনায় কয়েক গুণ বেশি সুদ আয়ের তথ্য পাওয়া গেছে।
আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জ্বালানি খাতের সরকারি এই তিন কোম্পানি মিলে গত ৯ মাসে (জুলাই-মার্চ) সম্মিলিতভাবে ব্যাংকে আমানত রেখে সুদ আয় করেছে ১ হাজার ৪৪৭ কোটি টাকা। এ সময়ে কোম্পানি তিনটির সম্মিলিত পরিচালন মুনাফা ছিল ২৩৩ কোটি টাকা। সেই হিসাবে কোম্পানিগুলোর মূল্য ব্যবসা থেকে যে মুনাফা হয়েছে, তার চেয়ে সোয়া ছয় গুণ বেশি ব্যাংকে টাকা রেখে সুদ আয় করেছে। আর এই সুদ আয় কোম্পানিগুলোর মুনাফা বাড়িয়ে দিয়েছে উল্লেখযোগ্য পরিমাণে।