ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ মে ২০২৫, ০৯:২৪

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 


ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।

আজ সকালে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১৬ গুণ বেশি রয়েছে। 


আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৯৩) এলাকায়। দূষণের তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে মহাখালীর আইসিডিডিআরবি (১৮১), গুলশান লেক পার্ক (১৭৬), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৭০), পীরেরবাগ রেল লাইন (১৬৮), সাভারের হেমায়েতপুর (১৬৫), বেচারাম দেউড়ি (১৬০)। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায় রয়েছে।


আজ বিশ্বের শহরগুলোর তালিকায় দূষণের শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ (২০০), ভারতের দিল্লি (১৯৩), বাংলাদেশের রাজধানী ঢাকা (১৭৯)। সকালে এসব শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।  


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও