
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা, চিলিতে সুনামি সতর্কতা
একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চল। দেশটিতে শুক্রবার এই ভূকম্পন অনুভূত হওয়ার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে চিলিতে। সেই সঙ্গে আন্টার্কটিক অঞ্চল ও মাগালানেস অঞ্চলের সমুদ্র উপকূল থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৭.৪ মাত্রার এই ভূমিকম্পটি আর্জেন্টিনার দক্ষিণ থেকে প্রায় ২১৯ কিলোমিটার (১৩৬ মাইল) দূরে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।
তবে আর্জেন্টিনার কর্তৃপক্ষ এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি।
তবে চিলির হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সার্ভিস (এসএইচওএস) ভূমিকম্পটির মাত্রা ৭.৮ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে এটি পুয়ের্তো উইলিয়ামস থেকে ৩০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বলে জানিয়েছে। এর পরপরই উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।