You have reached your daily news limit

Please log in to continue


মৌসুমীর অভিনয়ে ফেরার ইচ্ছা নেই: ওমর সানি

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক উজ্জ্বল নাম মৌসুমী। সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা, জিতেছেন জাতীয় পুরস্কারসহ অগণিত সম্মাননা। কিন্তু সময়ের পালাবদলে আজ তিনি নিজেকে ভুলে যেতে চাইছেন, ফিরতে চাচ্ছেন না সিনেমায়—এমনই তথ্য দিয়েছেন তার স্বামী ও অভিনেতা ওমর সানি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। ২০২৩ সালের অক্টোবরে দেশ ছাড়েন তিনি। সঙ্গে আছেন মেয়ে ফাইজা ও অসুস্থ মা। এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এক সাক্ষাৎকারে ওমর সানি জানান, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেওয়া জরুরি।’

তবে সবচেয়ে হৃদয়বিদারক ছিল সানির মুখে মৌসুমীর একটি উক্তি— ‘সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম।’

সানি বলেন, ‘এই কথাটা খুব কষ্টের। তার মত একটা লিজেন্ড নিয়ে ভালো কাজ তৈরি করবে এমন ভাবনা তো কারো নেই।”

নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন সানি। তার ভাষায়, ‘নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন