
এফডিএ’র বিশেষ স্বীকৃতি পেল মাস্কের নিউরালিংক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ মে ২০২৫, ১৭:২৭
ইলন মাস্কের ব্রেইন-চিপ নির্মাতা কোম্পানি নিউরালিংকের তৈরি একটি ডিভাইসকে ‘ব্রেকথ্রু’ বা বিশেষ উদ্ভাবনের স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।
বৃহস্পতিবার এক্স-এ দেওয়া এক পোস্টে নিউরালিংক লিখেছে, তাদের তৈরি এই ব্রেইন ইমপ্লান্ট গুরুতর স্নায়বিক সমস্যায় আক্রান্ত এমন মানুষদের আবার কথা বলার সক্ষমতা ফিরিয়ে দিতে সাহায্য করতে পারে।
প্রতিষ্ঠানটি বলেছে, ‘অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস’ (এএলএস), স্ট্রোক, মেরুদণ্ডের চোট, সেরিব্রাল পলসি ও মাল্টিপল স্ক্লেরোসিসের মতো রোগে যাদের কথা বলার সামর্থ্য হারিয়ে গেছে, তাদের জন্য এই প্রযুক্তি কার্যকর হতে পারে।