যে শাড়ির হাটে ৪৫০ টাকায় মিলবে দেশীয় ব্র্যান্ডের শাড়ি

প্রথম আলো প্রকাশিত: ০২ মে ২০২৫, ১২:৫৫

বেশ কয়েক বছর আগের কথা। এক ফ্যাশনসচেতন বন্ধুকে দেখতাম, নিত্যনতুন শাড়ি পরে ফেসবুকে ছবি পোস্ট করেন। শাড়িগুলো খুব যে দামি, তা কিন্তু নয়; তবে রং আর বুননের কারণে শাড়িগুলোতে ঠিক চোখ আটকে যেত। একদিন জানতে চাইলাম, কোথা থেকে সংগ্রহ করেছেন এসব শাড়ি। উত্তর এল, গাছতলা থেকে। গাছতলা! সে আবার কোন জায়গা?


বান্ধবী জানালেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা। সেখানে গাছতলায় বসে শাড়ির হাট। সেই বছরই পয়লা বৈশাখ উদ্‌যাপন করতে জাহাঙ্গীরনগর যাওয়া হলে খুঁজে বের করি সেই শাড়ির হাট। তবে সেবার গাছতলায় নয়, ভ্যানে করে বিক্রি হচ্ছিল চোখজুড়ানো তাঁতের শাড়ি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও