You have reached your daily news limit

Please log in to continue


যে রোগে পচা মাছের গন্ধ আসে শরীর থেকে

মানুষের শরীর থেকে পচা মাছের গন্ধ আসার কথা জেনে আপনি অবাক হতে পারেন। অপরিচ্ছন্নতার জন্য নয়, বরং জিনগত কারণে হওয়া এক বিরল রোগে দেখা দেয় এমন বিব্রতকর সমস্যা। রোগের নামটি বেশ খটমটে—ট্রাইমিথাইলঅ্যামিনিউরিয়া। সহজ একটা নামও অবশ্য আছে—ফিশ অডর সিনড্রোম। বিরল এই রোগ নারীদের মধ্যেই তুলনামূলক বেশি দেখা দেয়।

কেন হয় এই রোগ

আমাদের দেহে স্বাভাবিক নিয়মে বিপাকক্রিয়া চলে। বিপাকের একটি ধাপে তৈরি হয় ট্রাইমিথাইল অ্যামিন (টিএমএ) নামের একটি উপাদান, যার গন্ধটা ভালো নয়। একজন সুস্থ মানুষের লিভারে এই টিএমএ ভেঙে অন্য উপাদান তৈরি হয়ে যায়। ফলে এর গন্ধ পাওয়া যায় না। তবে অল্প কিছু মানুষের ক্ষেত্রে এফএমও৩ নামের একটি জিনের ত্রুটি থাকায় টিএমএ ভাঙার এনজাইম পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন