You have reached your daily news limit

Please log in to continue


মধ্যরাতে বিজ্ঞপ্তি দিয়ে বেসিসের সহায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) গঠিত সহায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাণিজ্য সংগঠন আইন ১৮ ধারার ২ (ছ) এবং (জ) উপধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) দিনগত রাত ১২টার দিকে বেসিসের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি অফিস আদেশ প্রকাশ করা হয়েছে।

বেসিসের নির্বাহী পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান সই করা অফিস আদেশে বলা হয়েছে, বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যানের পদত্যাগের ফলে সৃষ্ট পরিস্থিতি এবং বেসিসের নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি বিলুপ্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এদিকে, এ সিদ্ধান্তের অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, ঢাকার জেলা প্রশাসক, এফবিসিসিআইয়ের প্রশাসক এবং বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন