
গৃহকর্মীদের সমস্যা ও সুরক্ষায় করণীয়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ মে ২০২৫, ১৮:৫৬
পৃথিবীর শ্রমজীবী মানুষের অধিকার, সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার দিন মহান মে দিবস। বাংলাদেশের বাস্তবতায় একটি বড় অংশ—বিশেষ করে গৃহকর্মীরা—এখনো শ্রমিক হিসেবে স্বীকৃতি ও সুরক্ষার বাইরে। তাদের অধিকাংশ নারী ও শিশু; যাদের জীবন ও কাজের পরিবেশ বহু ক্ষেত্রে মানবাধিকারের ন্যূনতম মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।
গৃহকর্মীরা প্রতিদিন আমাদের ঘরের কাজ করে দেন—বাড়ি পরিষ্কার, রান্না, বাচ্চা সামলানো, বৃদ্ধের দেখাশোনা ইত্যাদি। অথচ অধিকাংশ ক্ষেত্রেই তারা বঞ্চিত হয় সম্মানজনক বেতন, সামাজিক নিরাপত্তা, কাজের সুনির্দিষ্ট শর্ত এবং আইনি সুরক্ষা থেকে। গত ২৭ এপ্রিল ঢাকার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত গণসাক্ষরতা অভিযান ও অক্সফাম ইন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত নীতি সংলাপে এ চিত্র আরও স্পষ্টভাবে উঠে আসে।