‘এমন প্রতিভা ৫০ বছরে একবারই আসে’, সব আলো কেড়ে নিয়েছেন জাদুকর ইয়ামাল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ মে ২০২৫, ১৮:১৪

তুলনায় তার বড্ড আপত্তি! ইন্টার মিলান ম্যাচের আগেও লামিনে ইয়ামাল বলেছিলেন, লিওনেল মেসির সঙ্গে তার তুলনা মানায় না, ঠিকও নয়; কেননা, মেসি তো ‘ইতিহাসের সেরা।’ কিন্তু ইয়ামালই যে তুলনার আলোচনা থামতে দিচ্ছেন না! মেসিকে সেরা মেনে নেওয়ার পর মাঠে নেমে তিনি নিজেই যা করলেন, ইন্টারের ওপর যেভাবে ছড়ি ঘোরালেন, ঘোরলাগা জাদুকরী মুহূর্ত উপহার দিলেন, যেন ১৭ বছর বয়সের একজন ফুটবলার কেবল কল্পনাই করতে পারেন।


চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে বুধবার রাতে নাটকীয়তায় ভরা বার্সেলোনা বনাম ইন্টার মিলান লড়াইয়ে আলো ছড়ান অনেকে। রোমাঞ্চের নানা বাঁক পেরুনো ম্যাচে উত্তেজনার পারদ উঠেছিল তুঙ্গে; কিন্তু সবার মাঝ থেকে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন ইয়ামাল। সব আলো যেন তিনি কেড়ে নিয়েছেন একাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও