মেসেঞ্জারে পাঠানো বার্তা এডিট করবেন যেভাবে

www.ajkerpatrika.com প্রকাশিত: ০১ মে ২০২৫, ১১:৩৩

ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে পাঠানো বার্তা শুধু ডিলিট করা যেত, কিন্তু এখন ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠানো বার্তা এডিট বা সম্পাদনা করতে পারেন। এই সুবিধা বার্তা বিনিময়ের অভিজ্ঞতাকে আরও উন্নত ও ব্যবহারকারীবান্ধব করেছে।
তবে ফেসবুক মেসেজ পাঠানোর পর ১৫ মিনিটের মধ্যে এডিট করতে হবে। এই ১৫ মিনিটের সময়সীমা পার হয়ে গেলে মেসেজ আর এডিট করা যাবে না। সে ক্ষেত্রে আনসেন্ড করে নতুন করে মেসেজ পাঠানো যেতে পারে।


মেসেঞ্জারে বার্তা পাঠানোর পর এডিট করবেন যেভাবে


১. যে বার্তা এডিট করতে চান, সেই চ্যাটের ওপর ট্যাপ করে ধরে রাখুন। এতে একটি পপ আপ মেনু দেখা যাবে।


২. পপ মেনু থেকে মোর বাটনে ট্যাপ করুন। এর ফলে পিন, এডিট, ফরওয়ার্ড ও বাম্প অপশন দেখা যাবে।


৩. এসব অপশন থেকে ‘এডিট’ বাটনে ট্যাপ করুন। এখন নিচে থাকা টেক্সট বক্সে বার্তাটি এডিট করুন।


৪. এডিটের ডান পাশের নিচের দিকে থাকা ছোট আকারের টিক চিহ্নে ট্যাপ করুন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও