
মে দিবসে কাজী শুভর নতুন গান
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটির জন্য এবার গাইলেন সংগীতশিল্পী কাজী শুভ।
গানের শিরোনাম 'আমরা শ্রমিক'। গানের কথা ও সুর করেছেন আরিফ হোসেন বাবু। সংগীতপরিচালনা করেছেন আহমেদ সজীব।
গানটি কণ্ঠশিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
গানটি প্রসঙ্গে কাজী শুভ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এর আগে এমন গান করা হয়নি। প্রথমবার মে দিবসের জন্য গান করলাম। অনেক জায়গায় গান গাইতে যাই। দেশে-বিদেশে যারা শ্রমিক ভাই আছেন, তাদের অনেকেই বলেন, আমাদের জন্য একটা গান করেন। সেই দায়বদ্ধতা থেকে এই গানটা করেছি।'
'মে দিবস উপলক্ষে গানটা আজ রিলিজ হয়েছে। যেহেতু আমি নিজেও একজন কণ্ঠশ্রমিক, তাই বন্ধু আরিফ হোসেন বাবুর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেই যে, যারা দেশে-বিদেশে, শ্রমিক ভাই-বোনেরা আছেন, তাদের নিয়ে একটা গান করা যায় কি না। সেই ভাবনা থেকে এই গান করেছি। আশা করি, গানটা সবার ভালো লাগবে,' বলেন শুভ।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন গান
- মহান মে দিবস
- কাজী শুভ