
২০২৫ সালের মিরাজে যেভাবে ফিরল ১৯৮৪
৩০ এপ্রিল ২০২৫।
এই দিনটাকে নিশ্চিত কখনোই ভুলবেন না মেহেদী হাসান মিরাজ। শুধুই কি মিরাজ, কাল চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদেরও তো দিনটা ভোলার কথা নয়।
বাংলাদেশ তিন দিনের মধ্যে জিতেছে টেস্ট। জিতেছে ইনিংস ব্যবধানে। যে জয়ে দুই ম্যাচের সিরিজটা ড্র করতে পেরেছে বাংলাদেশ। এসব কারণে নয়, দিনটাকে তাঁরা সারা জীবন মনে রাখবেন বিরল এক ব্যক্তিগত কীর্তি চোখের সামনে ঘটতে দেখায়।
আর সেই কীর্তিমানের নাম মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে যিনি সেঞ্চুরি পেয়েছেন, আর তৃতীয় সেশনে পেয়ে গেছেন ইনিংসের পঞ্চম উইকেট। একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেটের এই ‘ডাবল’ উদ্যাপন ১৪৮ বছরের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার দেখল টেস্ট ক্রিকেট।
প্রথম ঘটনাটা ৪১ বছর আগের। ১৯৮৪ সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের বেসিন রিজার্ভ সাক্ষী হয়েছিল প্রথমের। ‘প্রথম’ সেই জনের নাম ইয়ান বোথাম। সেই বোথাম, সর্বকালের সেরা অলরাউন্ডারদের সংক্ষিপ্ত তালিকায়ও থাকে যাঁর নাম।