মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণ সন্দেহে যশোরে আইইডিসিআরের টিম

জাগো নিউজ ২৪ যশোর প্রকাশিত: ০১ মে ২০২৫, ০৮:৪১

যশোরে ‘মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণ’ সন্দেহে অনুসন্ধানে আসছে আইইডিসিআরের প্রতিনিধি দল। বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উচ্চ পর্যায়ের এই তদন্ত টিম বৃহস্পতিবার (১ মে) যশোরে আসছে। এই জেলায় এক ব্যক্তির দেহে ‘বার্ড ফ্লু’ সংক্রমণ হয়েছে এমন সন্দেহে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এটি নিশ্চিত হওয়ার জন্য এই টিম আসছে।


এর আগে গত মার্চ মাসে যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় দুই সহস্রাধিক মুরগি মেরে পুঁতে ফেলা হয়। তবে প্রাণিসম্পদ ও স্বাস্থ্যবিভাগ এ ব্যাপারে আতঙ্কিত নয়, বরং সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে।


বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি যশোরে এক ব্যক্তির দেহে বার্ড ফ্লু সংক্রমণের সন্দেহজনক কিছু তথ্য-উপাত্ত পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য আইইডিসিআর উচ্চ পর্যায়ের এই তদন্ত দল গঠন করেছে। ছয় সদস্যের এই তদন্ত টিম বৃহস্পতিবার (১ মে) যশোরে আসছে।


সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, যশোরের রামনগর এলাকার এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লু সংক্রমণের কিছু লক্ষণ দেখা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগের সন্দেহ হওয়ায় কিছু পরীক্ষা নিরীক্ষাও করা হয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় আইইডিসিআর অবহিত হয়ে এটি নিশ্চিত হওয়ার জন্য মাঠে নামছে। প্রতিনিধি দল যশোরে কয়েকদিন অবস্থান করে রক্তসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করতে পারবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও