 
                    
                    বিএসইসিতে বিশৃঙ্খলা: ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করল বিএসইসি
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১৮:৫৯
                        
                    
                পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর অনুষ্ঠিত বিএসইসির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিষয়টি আজ বুধবার বিএসইসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এক আদেশে জানানো হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে কার্যালয়ে আসার পর বরখাস্ত হওয়া কর্মকর্তারা তাঁদের বরখাস্তের বিষয়টি জানতে পারেন। তাঁদের এ–সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। গত ৫ মার্চ বিএসইসিতে ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনায় এসব কর্মকর্তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সাময়িক বরখাস্ত
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                