
কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কল করা যাবে
কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ ওয়েবে যুক্ত হতে যাচ্ছে ভয়েস ও ভিডিও কলের সুবিধা। মেটা কর্তৃপক্ষ ইতিমধ্যে এই সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে উইন্ডোজ ও ম্যাকওএস–এর হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউ আ বেটা ইনফো–এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সুবিধা চালু হলে কম্পিউটারের ওয়েব সংস্করণ থেকেই সরাসরি ভয়েস ও ভিডিও কল করা যাবে।
ব্যবহারকারীরা স্মার্টফোনে লগইন না করেও ব্যক্তিগত বা গ্রুপ কল করতে পারবেন। এর ফলে মুঠোফোন থেকে নির্ভরতা কমবে, আর ডেস্কটপে কাজ করার সময়ও হোয়াটসঅ্যাপ কল গ্রহণ বা শুরু করা যাবে অনায়াসে। হোয়াটসঅ্যাপ ওয়েবে সরাসরি অ্যাকাউন্টে লগইন করার সুযোগ না থাকলেও এটি মূলত ‘কম্প্যানিয়ন ডিভাইস’ হিসেবে ব্যবহৃত হয়। একজন ব্যবহারকারী সর্বোচ্চ চারটি যন্ত্রকে মূল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারেন। এর মধ্যে স্মার্টফোন, ডেস্কটপ অ্যাপ কিংবা ওয়েব সংস্করণ থাকতে পারে। এত দিন ওয়েব সংস্করণ ব্যবহার করে শুধু বার্তা আদান-প্রদান করা গেলেও এবার যোগ হতে যাচ্ছে ভয়েস ও ভিডিও কলের সুবিধা।