
চমকহীন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এবং বাস্তবতা
রাজনৈতিক দলের আত্মপ্রকাশের হিড়িক পড়েছে। গত ৮ মাসে অন্তত ২৭টি দল আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছে। এসব দলে নেতৃত্বে আছেন চেনা রাজনীতিক, সেলিব্রেটি এবং তরুণরা। বিশেষ করে, জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। তারাই আছেন মূল আলোচনায়। অন্য দলগুলো নিয়েও নানা রকম কথা চলছে রাজনীতির মাঠে। বাংলাদেশের যেকোনো ব্যক্তি চাইলেই রাজনৈতিক দল গঠন করতে পারে। তবে নিজ দল থেকে নির্বাচন করতে হলে, দলটিকে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়।
নতুন আত্মপ্রকাশ করা দলগুলো এখানো নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায়নি। যদিও দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার আগ মুহূর্তে নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবং আ-আম জনতা পার্টি নিবন্ধনের সময় তিন মাস বাড়ানোর আবেদন করেছে। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশন দল নিবন্ধনের সময় দুই মাস বাড়ায়। নিবন্ধনের সময় বাড়ানোর পর আরও কিছু নতুন দলের আত্মপ্রকাশ করেছে। যদিও আগামী জাতীয় নির্বাচনে তাদের অংশগ্রহণ করা নিয়ে কিছু জানা যায়নি। তারা এককভাবে নির্বাচন করবে নাকি জোটবন্ধভাবে নির্বাচন করবে, সেটা জানা যাবে আরও পরে। এর আগে তাদের প্রয়োজন হবে নিবন্ধনের এবং দলের রাজনৈতিক দর্শন জনগণের সামনে তুলে ধরা।
- ট্যাগ:
- মতামত
- রাজনৈতিক দল
- নতুন রাজনৈতিক দল