
রিংকু সিংকে কুলদীপের চড়; আসলে কী হয়েছিল?
দেশ রূপান্তর
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১৭:৫৯
আইপিএলের মাঝে মাঠে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের রিংকু সিংকে চড় মেরে বসেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় বিতর্ক। ভারতের বিভিন্ন শীর্ষ গণমাধ্যমেও বিষয়টি শিরোনামে এসেছে। অবশেষে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে মুখ খুলেছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তারা ১৪ রানে জিতেছে কলকাতা। ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে খোশগল্প করছিলেন দুই দলের ক্রিকেটাররা। সেখানেই ছিলেন রিংকু ও কুলদীপ। দুজনেই উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। ম্যাচ জেতায় রিংকুর আনন্দ ছিল দেখার মতো। তিনি হাসছিলেন। হঠাৎই পাশে দাঁড়িয়ে থাকা কুলদীপ তাকে একটি চড় মারেন। কুলদীপকে দেখে মনে হয়েছে, মজার ছলেই সেটি করেছেন।