You have reached your daily news limit

Please log in to continue


প্রথমবারের মতো দেশীয় অ্যাসেম্বল এসইউভি গাড়ি আনল প্রোটন

র‍্যানকন কারস লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে অ্যাসেম্বল করা প্রোটন এক্স৭০-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রোটন বাংলাদেশের র‍্যানকন শোরুমে এর উদ্বোধন হয়। এর মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পে একটি নতুন যুগের সূচনা করল র‍্যানকন অটো।

বুধবার থেকেই প্রোটন এক্স৭০ ঢাকা ও চট্টগ্রামে প্রোটনের অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাবে। প্রতিটি গাড়ির সঙ্গে থাকছে ৫ বছর বা দেড় ১ লাখ কিলোমিটার ওয়ারেন্টি, যা প্রোটন অনুমোদিত সার্ভিস সেন্টার র‍্যাংগস ওয়ার্কশপ, তেজগাঁও (ঢাকা) এবং ষোলশহর (চট্টগ্রাম) থেকে নেওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন