
দ্য ইকোনমিস্টের সম্পাদকীয়: ভারতকে অবশ্যই কাশ্মীর হামলায় পাকিস্তান জড়িতের প্রমাণ দিতে হবে
ভারতশাসিত কাশ্মীরে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত প্রত্যেক সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে।
১৯৮৯ সালে কাশ্মীরে ভারতবিরোধী বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে পর্যটকদের লক্ষ্য করে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। পাশাপাশি, ২০১৯ সালে ভারতের আধাসামরিক বাহিনীর ওপর আত্মঘাতী হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।