বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আব্দুন নূর নামের এক সাংবাদিক নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নিহতের বাবা হাফেজ মো. আবুল বাশার মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এম মিজবাউর রহমানের আদালতে মামলাটি করেন।
আদালত বাদীর জবানবন্দি নিয়ে অন্য কোনো থানায় মামলা হয়েছে কি না তদন্ত করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন দাখিল করতে বলেছে।