৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:২৫

ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫ এক্স। আর্মরশেল প্রোটেশন যুক্ত ড্যামেজ প্রুফ ফিচার ফোন এটি। মধ্যম বাজেটের ফোনটি দিয়ে করা যাবে আন্ডারওয়াটার ফটোগ্রাফিও। চলুন একনজরে দেখা যাক কী রয়েছে নতুন এই স্মার্টফোনে।


আইপি ৬৯ রেটিং


রিয়েলমি সি৭৫ এক্স স্মার্টফোনটি এমনভাবে তৈরি, যা পানি, ধুলা ও হাত থেকে হঠাৎ করে পড়ে যাওয়ার মতো দৈনন্দিন ঝুঁকি থেকে ফোনকে কার্যকরভাবে সুরক্ষা দিতে পারে। কারণ, এই স্মার্টফোন আইপি ৬৯, আইপি ৬৮, আইপি ৬৬ রেটিংসংবলিত এবং মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফায়েড। আইপি ৬৬ পানির শক্তিশালী জেটের বিরুদ্ধে, আইপি ৬৮ পানির নিচে ও আইপি ৬৯ হাই প্রেসার, হাই টেম্পারেচার পানির জেটের বিরুদ্ধে ফোনকে সুরক্ষা দেয়।

এ সার্টিফিকেশন অনুযায়ী, ফোনটি দশমিক ৫ মিটার পানির নিচে ১০ দিন পর্যন্ত সম্পূর্ণ অক্ষত থাকে। এ ছাড়া ২ দশমিক ৫ মিটারে ১২ ঘণ্টা, ২ মিটারে ১ ঘণ্টা, ১ দশমিক ৫ মিটার পানির নিচে ৩০ মিনিট ডুবে থাকাসহ উচ্চচাপের পানি স্প্রে, এমনকি ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানির স্প্রেতেও কার্যক্ষম। এ জন্য দুর্ঘটনাবশত পানিতে পড়ে যাওয়া, বৃষ্টিতে ভেজা কিংবা অ্যাডভেঞ্চারের মতো পরিস্থিতিতে ফোনটি থাকবে সম্পূর্ণ নিরাপদ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও