
নাটকে প্রথমবার একসঙ্গে অহনা ও তানভীর
টেলিভিশন অভিনেত্রী অহনা রহমান এবার প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীরের বিপরীতে। জিয়া উদ্দিন আলম পরিচালিত এই নাটকটির নাম 'বন্দি'। আসাদুজ্জামান সোহাগের লেখা নাটকটিতে আরও অভিনয় করেছেন বাসার বাপ্পী, সাবিনা রনি, ওয়াহিদুজ্জামান রানা, মেঘদূত বিপ্লব, রিয়াদ তালুকদারসহ অনেকে।
আজ বুধবার দুপুরে মিনারা ফিল্মস-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হয়েছে।
অহনা বলেন, 'এমন কিছু নাটকে কাজ করতে চাই, যার গল্প মানুষের হৃদয় ছুঁয়ে যায়। "বন্দি" এমনই একটি নাটক। এর গল্পে দেখানো হয়েছে, অতিরিক্ত সন্দেহ কীভাবে একজন মানুষের জীবনে অন্ধকার নামাতে পারে। যখন কেউ কারো কাছে আশ্রয়ের খোঁজে যায় এবং সেই আশ্রয়ই যখন দুর্বল হয়ে পড়ে, তখন কী হয় – এসব বিষয় নাটকে তুলে ধরা হয়েছে। এই নাটকটির মাধ্যমে দর্শক একটি সামাজিক বার্তা পাবেন।'
এর আগে জিয়া উদ্দিন আলমের পরিচালনায় ৯টি নাটকে অভিনয় করেছেন অহনা। নাটকগুলোর মধ্যে আছে: হাসো আনলিমিটেড, ভালোতো ভালো না, মফিজের সুন্দরী বউ, চিনি জামাই, বিয়ে বাড়ির আবদার, প্রবাসীর স্ত্রী, প্রবাসীর স্ত্রী-দুই, কুসুমের সংসার ও ভাঙা সংসার।