
আইএমএফের কিস্তির অপেক্ষা নয়
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি গ্রহণের জন্য অপেক্ষা না করে নিজেদের মতো বাজেট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেছেন।
অর্থ উপদেষ্টা জানান, ‘বর্তমানে বাংলাদেশ আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়। আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না। আমরা সিদ্ধান্ত নেব আমাদের মতো। আমরা আমাদের নিজস্ব অর্থনৈতিক অবস্থান অনুসরণ করে বাজেট প্রণয়ন ও অর্থনীতি পরিচালনা করব।’
আইএমএফের অন্যতম প্রধান শর্ত হচ্ছে—বৈদেশিক মুদ্রার বিনিময় হার সম্পূর্ণভাবে বাজারের ওপর ছেড়ে দেওয়া। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সরকার এই অবস্থানের সঙ্গে পুরোপুরি একমত নয়। তিনি ব্যাখ্যা করে বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই শর্ত পূরণ করা সম্ভব নয়; কারণ, বাজারকে পুরোপুরি নিয়ন্ত্রণহীন করে দিলে ডলারের বিনিময় হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে; যা সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সে জন্য সরকার একটি নিয়ন্ত্রিত ও বাস্তবধর্মী বিনিময় হার ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে।