
ইউরোপীয় ইউনিয়নে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে মাস্কের এক্স
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিত মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
ইইউর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) অনুযায়ী, প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর জন্য বছরে একাধিকবার কনটেন্ট মডারেশনের স্বচ্ছতাসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা বাধ্যতামূলক। এর ফলে এক্স তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারীসহ বিভিন্ন অভ্যন্তরীণ তথ্য প্রকাশ করতে বাধ্য হচ্ছে, যা আগে গোপন রাখা হতো।
এক্সের ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটি ৪৮ লাখ। এই সংখ্যা গত রিপোর্টের তুলনায় ১ কোটি ১০ লাখ কম। ইউরোপের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) অনুযায়ী, এক্সসহ বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিতভাবে ব্যবহারকারীর সংখ্যা ও কনটেন্ট মডারেশনের প্রতিবেদন জমা দিতে হয়।
এদিকে ২০২২ সালের টুইটার অধিগ্রহণের আগে ইউরোপে প্ল্যাটফর্মটির ব্যবহারকারী ছিল ১০ কোটিরও বেশি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- এক্স
- কমেছে
- ব্যবহারকারীর সংখ্যা