
টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছে। বকেয়া বেতনের দাবিতে এ বিক্ষোভ করছে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা। এতে করে মহাসড়কটির উভয়পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে মহাসড়কটি ব্যবহারকারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কারখানায় দেড় হাজার শ্রমিক কাজে যোগ দেন। সকাল সাড়ে ৯টার দিকে কারখানা কর্তৃপক্ষের কাছে মার্চ মাসের বকেয়া ২০ দিনের বেতনের দাবি জানান শ্রমিকরা। তবে কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের তারিখ তাৎক্ষণিকভাবে জানাতে না পারায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে স্লোগান দিয়ে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা।
বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, ‘বকেয়া ২০ দিনের বেতন এখনো পায়নি। কারখানার মালিক আমাদের মাসিক বেতন সময়মতো পরিশোধ করে না। এর আগেও আমরা টানা পাঁচদিন সড়কে অবরোধ করেছিলাম। আজ আবার এসেছি।’
এ বিষয়ে মন্তব্য নিতে সিজন্স ড্রেসেস লিমিটেডের মালিক বাহা উদ্দিন চৌধুরী বাকেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শ্রমিক বিক্ষোভ