
দাম কমিয়েও ক্রেতা মিলছে না সিমেন্টের
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন তথা নির্মাণ খাতে ধীরগতি চলছে। পাশাপাশি বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন উন্নয়ন কার্যক্রমেও ধীরগতি চলছে। সারা দেশের মতো নারায়ণগঞ্জেও এই পরিস্থিতি বিরাজমান। আর এই ধীরগতির প্রভাব পড়েছে নির্মাণ সামগ্রীর অন্যতম প্রধান উপকরণ সিমেন্ট ব্যবসায়।
গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নির্মাণ সামগ্রীর অনেক উপকরণের দামই কমে গিয়েছিল। স্থিতিশীল ছিল একমাত্র সিমেন্টের দাম। কিন্তু এবার সিমেন্টের দামও যেন কমে আসছে। আর এই দাম কমিয়েও যেন চাহিদা বাড়ানো সম্ভব হচ্ছে না। বেচাকেনা প্রায় অর্ধেকেরও বেশি নেমে এসেছে। অনেক সময় ডিলাররা নিজেদের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে নামমাত্র লাভেই সিমেন্ট বিক্রি করে দিচ্ছেন।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রাউন সিমেন্ট বস্তাপ্রতি ৫৩০ টাকা থেকে ৪৯০ টাকা, আকিজ সিমেন্ট বস্তাপ্রতি ৫২০ টাকা থেকে ৪৮০ টাকা, প্রিমিয়ার সিমেন্ট বস্তাপ্রতি ৫০০ টাকা থেকে ৪৭০ টাকা, শাহ সিমেন্ট ৫১০ টাকা থেকে ৪৮০ টাকা ও আমান সিমেন্ট ৫১০ টাকা থেকে ৪৭০ টাকায় নেমে এসেছে। ঠিক এভাবে প্রতিটি সিমেন্টেই বস্তাপ্রতি ৩০ থেকে ৪০ টাকা কমে গেছে।