
ভারতের হামলা ২৪-৩৬ ঘণ্টার মধ্যে, ইঙ্গিত গোয়েন্দা তথ্যে: পাকিস্তান
ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে ‘নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যে’ ইঙ্গিত পাওয়ার কথা জানিয়েছে ইসলামাবাদ।
কাশ্মীরের পেহেলগামে গত সপ্তাহে পর্যটকদের ওপর এক প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরমে। ভারত ওই হামলার সঙ্গে পাকিস্তানের যোগসাজশ আছে বলে অভিযোগ করছে।
পাকিস্তান তা অস্বীকার করে ঘটনার ‘নিরপেক্ষ আন্তর্জাতিক’ তদন্ত চাইলেও ভারতের হামলা আসন্ন ধরে নিয়ে প্রস্তুতি সাজাচ্ছে বলে এর আগে ইসলামাবাদ জানিয়েছিল।
তার মধ্যে বুধবার ভোরের আগে পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ২৪-৩৬ ঘণ্টার মধ্যে ভারতের হামলা আসন্ন এমন ইঙ্গিত দেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, পেহেলগাম ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে ভিত্তিহীন ও সাজানো অভিযোগের ভিত্তিতে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছে,” তারার এমনটাই বলেছেন বলে জানিয়েছে ডন।
নিজেকে একইসঙ্গে এই অঞ্চলের ‘বিচারক, জুরি ও শাস্তিদাতা’ ভেবে নিয়ে ভারতের ‘উদ্ধত, অহঙ্কারী ও বেপরোয়া’ আচরণ ইসলামাবাদ প্রত্যাখ্যান করছে বলেও জানিয়েছেন পাকিস্তানি এ মন্ত্রী।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হামলার পরিকল্পনা