ছাত্রজীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতির হাতেখড়ি শাহ মো. আবু জাফরের। রাজনৈতিক জীবনে ফরিদপুর থেকে আওয়ামী লীগ, বাকশাল, জাতীয় পার্টি (জাপা) ও বিএনপির সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ গত বছর বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। আবার দল পরিবর্তন করে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নতুন দল জনতা পার্টি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি।
রাজনৈতিক জীবনে অন্তত আটবার দল পরিবর্তন করলেন শাহ মো. আবু জাফর। নতুন দলে যোগদানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা বলছেন, ‘রাজনীতি তাঁর প্রধান উপজীব্য নয়, মূল লক্ষ্য ক্ষমতা।’ তবে শাহ জাফরের দাবি, জনগণের কল্যাণের জন্য তিনি রাজনীতি করেন। ব্যক্তিগত স্বার্থে তিনি কোনো দলে যোগদান করেননি।
গত শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে সভাপতি ও বিএনপির বহিষ্কৃত সহসভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে সাধারণ সম্পাদক করে ‘জনতা পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে। ওই দলের প্রধান উপদেষ্টা হয়েছেন শাহ জাফর। তিনি ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাংগা) ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর একাংশ) আসনের একাধিকবারের সংসদ সদস্য ছিলেন।