
এক রাতে এত দুঃসংবাদ, রিয়াল এখন কী করবে
রিয়াল মাদ্রিদ কিংবা ক্লাবটির সমর্থকদের জন্য কাল রাতটা ছিল দুঃস্বপ্নের মতো। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ব্যাপারটি বর্ণনা করেছেন এভাবে—রুডিগারের অস্ত্রোপচার, মৌসুম শেষ। মেন্দির অস্ত্রোপচার, মৌসুম শেষ। আলাবার অস্ত্রোপচার, মৌসুম শেষ। লুকাস ভাসকেজ ২ ম্যাচ নিষিদ্ধ। রুডিগার ৬ ম্যাচ নিষিদ্ধ। অর্থাৎ চোটের কারণে অস্ত্রোপচার, নিষেধাজ্ঞায় রিয়ালের রক্ষণভাগ উজাড়!
সবার আগে এসেছে রুডিগারের মৌসুম শেষ হওয়ার খবর। গতকাল তাঁর হাঁটুতে অস্ত্রোপচারের পর জানা গেল, আট সপ্তাহের জন্য রিয়াল সেন্টারব্যাককে মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ লিগ মৌসুম শেষ রুডিগারের। ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। এরপর গভীর রাতে দুঃসংবাদ ভেসে আসে এক এক করে।
রিয়ালের ফরাসি লেফটব্যাক ফাঁরলা মেন্দি গত শনিবার রাতে কোপা দেল রে ফাইনালে ডান ঊরুতে চোট পান। ম্যাচের ১১ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলেও নিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। পরে জানা গেছে, ডান ঊরুর মাংসপেশি ছিঁড়ে গেছে মেন্দির। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো তাঁর অস্ত্রোপচার হওয়ার বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেনি, তবে এটুকু জানানো হয়েছে, অস্ত্রোপচার প্রক্রিয়ার মধ্যে আছেন দুজন ডিফেন্ডার। যেহেতু রুডিগারের অস্ত্রোপচারের হয়ে গেছে, তাই অস্ত্রোপচার প্রক্রিয়ার মধ্যে থাকা দুই ডিফেন্ডার মেন্দি ও আলাবাই।
- ট্যাগ:
- খেলা
- কোপা দেল রে