
২০৩৫ সালে কর-জিডিপি সাড়ে ১০ শতাংশ করার লক্ষ্য রাজস্ব বোর্ডের
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন প্রণীত ১০ বছর মেয়াদি রাজস্ব কৌশলের অংশ হিসেবে ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে দেশের কর-জিডিপি অনুপাত সাড়ে ১০ শতাংশ করার লক্ষ্য নিয়েছে।
গত রোববার প্রকাশিত মধ্য ও দীর্ঘমেয়াদী রাজস্ব কৌশল (এমএলটিআরএস) অভ্যন্তরীণ সম্পদ আহরণ, আর্থিক ভিত্তি শক্তিশালী ও টেকসই প্রবৃদ্ধির জন্য প্রণয়ন করা হয়েছে।
রাজস্ব বোর্ড জানিয়েছে—বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় আনার প্রস্তুতির পাশাপাশি ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে সহায়তা করার পরিকল্পনা করা হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে এই কর্মকৌশলটি এসেছে। সংস্থাটির চলমান চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ কর্মসূচির সঙ্গে এই শর্ত দেওয়া আছে।
বাংলাদেশের কর-জিডিপি অনুপাতকে বিশ্বের সর্বনিম্ন স্বীকার করে রাজস্ব বোর্ড এই লক্ষ্যমাত্রাকে 'উচ্চাভিলাষী' বলে অভিহিত করেছে। তবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পর যে চাহিদা তৈরি হবে তার তুলনায় এ লক্ষ্যকে 'অপর্যাপ্ত' বলে সমালোচনা করেছেন অর্থনীতিবিদরা।