
গ্যাস সংকট: ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, মিলছে না চাহিদার অর্ধেকও
গ্যাসের জাতীয় সঞ্চালন লাইনে সংকটের কারণে ঢাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে বিঘ্নিত হচ্ছে গ্যাস সরবরাহ। দীর্ঘ অপেক্ষার পরও চাহিদার অর্ধেক গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ চালকদের।
রাজধানীর মগবাজার, মহাখালী, রামপুরাসহ বিভিন্ন এলাকায় সংকুচিত প্রকৃতিক গ্যাসের (সিএনজি) ফিলিং স্টেশনগুলোর বাইরে অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে গত এক মাস ধরে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, কমপ্রেসার চালু করেও চাহিদার অর্ধেক গ্যাসও দেওয়া যাচ্ছে না। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদেরকে।
গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ বাড়াতে হয়েছে সরকারকে, ফলে বাণিজ্যিক ও শিল্প গ্রাহকের বরাদ্দ কমে যাচ্ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সিএনজিচালতি অটোরিকশা ও প্রাইভেটকারগুলো।দীর্ঘ অপেক্ষার পর সিলিন্ডার অর্ধেক খালি রেখেই ফিলিং স্টেশন ছাড়তে হচ্ছে তাদের।আবার দিনের মধ্যে একধিকবার একাধিকবার ফিলিং স্টেশনের লাইনে জ্বালানি গ্যাসের জন্য চালককে তার বাহন নিতে দাঁড়াতে হচ্ছে।