পুলিশ সপ্তাহ ঘিরে বাহিনীর ভেঙে যাওয়া মনোবল ফেরানো নিয়ে ফের কথা উঠেছে; এর মধ্যে সংস্কার নিয়ে ‘হতাশা’, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তি সংশ্লিষ্ট বা ছাত্রদের কোনো আন্দোলনের ঘটনায় ‘কার্যকর’ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ‘ভয়ে’ থাকার বিষয়টি আছে।
অভ্যুত্থানে হত্যার অভিযোগে পুলিশ সদস্যদের গ্রেপ্তারের ঘটনায় বাহিনীতে ‘আতঙ্ক’ তৈরি হওয়ার কথা এসেছে। পাশাপাশি জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশ প্রস্তুত কি না সেই প্রশ্ন উঠেছে।
জুলাই অভ্যুত্থানের সময় অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ও অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হামলা-হত্যার শিকার হওয়ার প্রেক্ষাপটে পুলিশের ভেঙে পড়া মনোবল এখনো ফেরেনি বলছেন কর্মকর্তারা।
পুলিশের মনোবল চাঙ্গা করতে ইতোমধ্যেই নেওয়া হয়েছে নানা উদ্যোগ, বদল এসেছে পুলিশের লোগোতে। পরিবর্তন আসছে পোশাকেও। তাতেও যে পুলিশের মনোবল ফেরেনি তা স্পষ্ট হয়েছে আইজিপির কথায়।
পুলিশ সপ্তাহ শুরুর আগের দিন সোমবার পুলিশের মহাপরির্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ একটা বড় ‘ট্রমার’ মধ্য দিয়ে গেছে। তারা চেষ্টা করে যাচ্ছেন পুলিশ সদস্যদের সেই জায়গা থেকে বের করে আনতে এবং জনগণের আস্থা ফেরাতে।