
৪ জেলায় জুলাই গণঅভ্যুত্থান মামলায় আসামি ১৩৭ সাংবাদিক
ডেইলি স্টার
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪৩
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে দায়ের হওয়া ৩২টি ফৌজদারি মামলায় অন্তত ১৩৭ জন সাংবাদিককে আসামি করা হয়েছে।
মামলার নথি ও পুলিশের রেকর্ড অনুযায়ী, তাদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অবৈধ সমাবেশ, দাঙ্গা, অপহরণ, ভাঙচুর, চাঁদাবাজি, হামলা এবং কিছু ক্ষেত্রে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ২১ আগস্ট থেকে চলতি বছরের ২০ এপ্রিলের মধ্যে এই ৩২টি মামলা করা হয়েছে। দ্য ডেইলি স্টার অধিকাংশ মামলার নথি সংগ্রহ করেছে।
অনেক মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাংবাদিকদেরও আসামি করা হয়েছে।
এমনকি সাংবাদিকদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনেও মামলা করা হয়েছে।