নতুন মডুলার ফোন নিয়ে আসছে ‘নাথিং’-এর সাবব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট পাবে।
এই নতুন ফোনের মূল আকর্ষণ হলো এর মডুলার অ্যাকসেসরিজ। এসব অ্যাকসেসরিজের মধ্যে থাকছে—স্ক্রু-অন কভার, ম্যাগনেটিক কিকস্ট্যান্ড ও কার্ড ওয়ালেট, উজ্জ্বল কমলা রঙের ল্যানিয়ার্ড ফিশআই ও ম্যাক্রো ক্যামেরা লেন্স। এই লেন্সগুলো সরাসরি ক্লিপের মতো লাগানো যায়।