-680f4f5ed243c.jpg)
নিলামে ৫ কোটিতে বিক্রি টাইটানিক যাত্রীর চিঠি
যুগান্তর
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:২৭
ব্রিটেনে টাইটানিকের এক যাত্রীর লেখা একটি চিঠি নিলামে রেকর্ড ৪ লাখ ডলার (প্রায় ৫ কোটি টাকা) দামে বিক্রি হয়েছে। দেশটির সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৭ এপ্রিল) যুক্তরাজ্যের উইল্টশায়ারে হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলামঘরে বিক্রি হয়। চিঠিটি লিখেছিলেন কর্নেল আর্চিবাল্ড গ্রেসি। অনেকেই ধারণা করেছিলেন, চিঠিটি সর্বোচ্চ ৬০ হাজার পাউন্ড পর্যন্ত দাম উঠবে। তবে সবাইকে অবাক করে দাম উঠেছে কল্পনার বাইরে। এক অজ্ঞাতনামা ক্রেতা চিঠিটি কিনে নেন।
চিঠিটিতে কর্নেল গ্রেসি লিখেছিলেন, তিনি পুরো যাত্রা শেষ না হওয়া পর্যন্ত টাইটানিক সম্পর্কে কোনো মন্তব্য করবেন না। এ লেখাকে অনেকে ‘ভবিষ্যদ্বাণীমূলক’ বলে উল্লেখ করেছেন।