নেদারল্যান্ডসের জাদুঘরে ৫ কোটি ইউরো মূল্যের চিত্রকর্ম নষ্ট করল শিশু

www.ajkerpatrika.com নেদারল্যান্ডস প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:২৬

নেদারল্যান্ডসের রটারডামে একটি জাদুঘরে আমেরিকান শিল্পী মার্ক রথকোর আঁকা একটি চিত্রকর্ম নষ্ট করেছে এক শিশু। চিত্রকর্মটির বর্তমান মূল্য কয়েকটি কোটা পাউন্ড!


মিউজিয়াম বোইজমন্স ভ্যান বিউনিংগেনের একজন মুখপাত্র জানিয়েছেন, রথকোর ‘গ্রে, অরেঞ্জ অন মেরুন, নং ৮’ চিত্রকর্মটি পুনরুদ্ধারের জন্য পরবর্তী পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।


গত সপ্তাহে ডাচ গণমাধ্যম অ্যালগেমিন ডাগব্লাডকে (এডি) জাদুঘরের এক মুখপাত্র জানান, ‘অসাবধানতাবশত’ এই ক্ষতি হয়েছে।


জাদুঘরের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ক্ষতি হয়েছে ওপরের অংশে। চিত্রকর্মের নিচের অংশে বার্নিশবিহীন রঙের স্তরে ছোট আঁচড় দেখা যাচ্ছে।

সংবাদমাধ্যম এডির মতে, বিমূর্ত এই চিত্রকর্মের আনুমানিক মূল্য ৫ কোটি ইউরো (৪ কোটি ২৫ লাখ পাউন্ড) পর্যন্ত হতে পারে।


জাদুঘরের মুখপাত্র বিবিসিকে বলেন, নেদারল্যান্ডস এবং বিদেশে সংরক্ষণ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। আমরা বর্তমানে চিত্রকর্মটি পুনরুদ্ধারের জন্য পরবর্তী পদক্ষেপ নিয়ে গবেষণা করছি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও