
৬ মিনিট বাথরুম ব্যবহারের জন্য ৮০০ টাকা! রাজস্থানে দিনেদুপুরে ‘ডাকাতি’
eisamay.com
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:২৬
হঠাৎ রাস্তায় সাংঘাতিক শরীর খারাপ। একবার বাথরুম না গেলেই নয়। এমন পরিস্থিতিতে যে কেউ পড়তেই পারেন। আর যদি আপনি মহিলা হন সে ক্ষেত্রে সমস্যা আরও বেশি। রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে যাওয়ার পথে এমনই পরিস্থিতিতে পড়েন এক বয়স্কা মহিলা। রাস্তার এক হোটেলে ওয়াশরুম ব্যবহার করতে চাওয়ায় যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাঁকে যেতে হলো তা এক কথায় অমানবিক। বাথরুম ব্যবহারের জন্য বয়স্কা মহিলাকে রীতিমতো বিল কেটে ৮০৫ টাকা চার্জ করা হয়। এই ঘটনা সামনে আসতেই শোরগোল।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল