ব্যাঙ্কের চাকরি ছেড়ে ‘অডি-গোয়ালা’ হরিয়ানার অমিত

eisamay.com প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ১৭:২৬

চণ্ডীগড়: ছিলেন ব্যাঙ্ককর্মী। নির্দিষ্ট মাস–মাইনের চাকরি ছেড়ে পারিবারিক দুধের ব্যবসায় ঢুকে পড়লেন। প্রথমে লক্ষ টাকার বাইকে চেপে দুধ ডেলিভারি করার জন্য অনেকেরই নজর কেড়েছিলেন, এখন কোটি টাকার অডিতে চেপে ডেলিভারি করতে বেরোনোয় রীতিমতো ‘সেনসেশন’ ফরিদাবাদের মহব্বতাবাদের বাসিন্দা অমিত ভান্ডানা। ইনস্টাগ্রামে এম‍ন ‘লাক্সারিয়াস ডেলিভারি ম্যান‍’–এর রিলও হয়েছে ভাইরাল।


ছোট থেকেই হাই–এন্ড বাইক ও গাড়ির খুব শখ অমিতের। এ দিকে গ্র্যাজুয়েশনের পরে করছিলেন বেসরকারি ব্যাঙ্কের চাকরি। কিন্তু, কাজের চাপে আর নিজের শখের দিকে মন দেওয়া হচ্ছিল না অমিতের। আর ব্যাঙ্কের কাজ বিশেষ ভালো লাগত না তাঁর। অমিতের কথায়, ‘পরিবারের দুধের ব্যবসা তো ছিলই! তাই নিজের গাড়ির প্রতি ভালোবাসা ও পারিবারিক ব্যবসাকে এক করে কিছু করার কথা ভাবলাম।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও